You will be redirected to an external website

Asia Cup 2023: জমল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, কুলদীপের ঝুলিতে নয়া রেকর্ড

Asia-Cup-2023:-জমল-ভারত-শ্রীলঙ্কা-দ্বৈরথ,-কুলদীপের-ঝুলিতে-নয়া-রেকর্ড

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। স্পিন ভেল্কিতে রীতিমতো জমে উঠেছিল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ। একদিকে ছিল শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। অন্যদিকে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। এই দ্বৈরথে জয়ী কুলদীপ। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। সাদা বলের ক্রিকেটে এখন কুলদীপ যাদব কেন অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ৯.৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তাঁর শিকার – সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, কাসুন রজিথা ও মাথিসা পাথিরানা। লঙ্কানদের এই ৪ উইকেট নিয়ে ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০টি ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন কুলদীপ যাদব। লঙ্কানদের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান ম্যাচে কুলদীপ ৫ উইকেট নিয়েছিলেন।

কুলদীপ দুরন্ত ফর্মে থাকায় এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। তাই চাহালকে দলে না নেওয়ায় অনেক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। কিন্তু কুলদীপ যে যোগ্য হিসেবেই দলে সুযোগ পেয়েছেন, তা তিনি প্রতি ম্যাচেই প্রমাণ করছেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-খেলার-মতো-ব্যাট-নেই,-নেপালের-ক্রিকেটারকে-সাহায্যের-হাত-ভারতীয়-ব্যবসায়ীর Read Next

Asia Cup 2023: খেলার মতো ব্যাট নে...