৫৫ রানে দক্ষিণ আফ্রিকাকে শেষ করল ভারত!
কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ৫৫ রানে। ভারত এর আগে টেস্টে কখনও এত কম রানে বিপক্ষের ইনিংস শেষ করতে পারেনি। তবে দক্ষিণ আফ্রিকা এর থেকেও কম রানে টেস্টে অলআউট হয়েছে। ১৮৯৬ সালে ৩০ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত এর আগে নিউ জ়িল্যান্ডকে ৬২ রানে অলআউট করেছিল।
২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৬২ রানে নিউ জ়িল্যান্ডকে শেষ করেছিল ভারত। সেই রেকর্ড ভেঙে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে শেষ করলেন মহম্মদ সিরাজেরা। তিনি একাই নিলেন ৬ উইকেট। দু’টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা এর আগে টেস্টে দু’বার ৩০ রানে শেষ হয়ে যায়। দু’বারই (১৮৯৬ এবং ১৯২৪ সালে) বিপক্ষে ছিল ইংল্যান্ড। টেস্টে ৫০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে সাত বার। তবে ১৯৩২ সালের পর এই ভাবে কখনও ভেঙে পড়েনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। সে বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রানে শেষ হয়ে গিয়েছিল তারা।