You will be redirected to an external website

বুমরার কামব্যাক, রিঙ্কুর অভিষেক! আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ প্রথম টি ২০

বুমরার-কামব্যাক,-রিঙ্কুর-অভিষেক!-আয়ারল্যান্ডের-বিরুদ্ধে-আজ-প্রথম-টি-২০

তিন ম্যাচের টি ২০ সিরিজে নামছে ভারত

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে নামছে ভারত। মেন ইন ব্লু-র নেতৃত্বে জসপ্রীত বুমরা । প্রায় বছরখানেক বাদে জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তন হচ্ছে এই সিরিজ দিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য বুমরা কতটা প্রস্তুত, তিন ম্যাচের সিরিজেই তার মালুম পাওয়া যাবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সদ্য ক্যারিবিয়ানে টি ২০ সিরিজ হেরেছে ভারত। সেই ধাক্কা কাটিয়ে আইরিশদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভারত। 

আইপিএল তারকা রিঙ্কু সিং, জীতেশ শর্মা এবং ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন আয়ার্ল্যান্ড সফরে। জাতীয় দলের হয়ে রিঙ্কুর খেলার স্বপ্ন হয়তো আজই পূরণ হবে। তবে সব নজর কিন্তু বুমরার দিকেই। মাস দুয়েক পরে ওডিআই বিশ্বকাপে ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি। সারা বিশ্বের নজর থাকবে ২৯ বছরের পেসারের উপর। সদ্য চোট সারিয়ে ফিরেছেন। আগামী তিন ম্যাচে পাঁচদিনের মধ্যে সবচেয়ে বেশি ১২ ওভার বল করতে হবে। বুমরার ফিটনেস নিয়ে এই সিরিজই ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের প্রশ্নের উত্তর দেবে। 

বুমরার মতোই এটি প্রত্যাবর্তনের সিরিজ প্রসিধ কৃষ্ণর কাছে। বেঙ্গালুরুর পেসার কোমরের চোটের কারণে এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। কামব্যাকের সুযোগ রয়েছে শিবম দুবের কাছেও। বুমরা এবং সঞ্জু স্যামসনকে বাদ দিলে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে খেলা অধিকাংশ ক্রিকেটার এশিয়ান গেমসে খেলবেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-Vs-Ireland:-দলে-ফিরে-চমক-বুমরার,-ডাকওয়ার্থ-লুইস-নিয়মে-আয়ারল্যান্ডকে-হারাল-ভারত Read Next

India Vs Ireland: দলে ফিরে চমক বুমর...