You will be redirected to an external website

World Cup 2023: শ্রীলঙ্কাকে উড়িয়ে কলকাতাবাসীর উদ্দেশে বার্তা দিলেন রোহিত

World-Cup-2023:-শ্রীলঙ্কাকে-উড়িয়ে-কলকাতাবাসীর-উদ্দেশে-বার্তা-দিলেন-রোহিত

বিশ্বকাপে সাতে সাত করে ফেলেছে ভারত

বিশ্বকাপে সাতে সাত করে ফেলেছে ভারত। আরব সাগরের তীর ছেড়ে এ বার তাদের গন্তব্য বঙ্গোপসাগর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায় খেলতে শুক্রবার সকালেই চলে আসছে ভারতীয় দল। শহরে পা দেওয়ার আগেই কলকাতার সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রোহিত শর্মা।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় এক নম্বরে চলে এসেছে ভারত। দু’নম্বরে দক্ষিণ আফ্রিকা। ফলে এক এবং দুইয়ের লড়াই দেখতে চলেছে কলকাতা। শ্রীলঙ্কাকে হারিয়ে সেই ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, “দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলছে। আমরাও ভাল খেলছি। তাই ওই ম্যাচটা সমর্থকদের জন্যে দারুণ একটা লড়াই হতে চলেছে।

প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে খুশি রোহিত। দলের প্রায় সব ক্রিকেটারের প্রশংসা করেছেন। বলেছেন, “সরকারি ভাবে আমরা সেমিফাইনালে, এটা শুনে খুব ভাল লাগছে। গোটা দলই অসাধারণ খেলেছে। চেন্নাই থেকে শুরু হয়েছিল। সেমিফাইনাল প্রধান লক্ষ্য ছিল। তার পরে ফাইনাল। নিখুঁত ক্রিকেট খেলেছি গত সাতটা ম্যাচে।

বিরাট কোহলি এবং শুভমন গিলের মতোই শ্রেয়স আয়ারও বৃহস্পতিবার শতরান হাতছাড়া করেছেন। মুম্বইয়ের ক্রিকেটারকে নিয়ে রোহিতের মন্তব্য, “শ্রেয়স এমন একটা ছেলে যে মনের দিক থেকে খুব শক্তিশালী। ওর থেকে আমরা কী চাই সেটা ভাল জানে। চ্যালেঞ্জ কী ভাবে সামলাতে পারে সেটা আজ দেখিয়ে দিয়েছে। বোলার হিসাবে উল্লেখ করতে চাই সিরাজের কথা। যদি নতুন বলকে কথা বলাতে পারে তা হলে ওর চেয়ে ভাল আর কেউ নেই। দক্ষতা রয়েছে।”

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

শুক্রবারই-কলকাতায়-এসে-পড়ল-ভারতীয়-দল,রোহিত,-কোহলিদের-নিয়ে-উন্মাদনা-ছিল-দেখার-মতো Read Next

শুক্রবারই কলকাতায় এসে প...