You will be redirected to an external website

India vs Pakistan: ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের,কাপ জিতে নিল পাকিস্তান

India-vs-Pakistan:-ইমার্জিং-এশিয়া-কাপের-ফাইনালে-হার-ভারতের,কাপ-জিতে-নিল-পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ব্যর্থ যশ ঢুলের ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ১২৮ রানে হারল ভারত এ। এই প্রতিযোগিতায় প্রতিটি দেশের ‘এ’ দল খেলছিল। ফাইনালে ভারতের এই হার মনে করিয়ে দিল ছ’বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিকে। রবিবার ভারতীয় দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে জিতেছিল ভারত। কিন্তু ফাইনালে ১৮০ রানে হারতে হয়েছিল। তেমনই ঘটল এ বারের ইমার্জিং এশিয়া কাপে। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে জিতেছিল যশ ঢুলের ভারত। কিন্তু ফাইনালে হারতে হল ১৪০ রানে। বোলিং বা ব্যাটিংয়ের থেকেও এই হারের জন্য দায়ী ভারতের ফিল্ডিং। একাধিক ক্যাচ পড়ল। 

রবিবার ফাইনালের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারেরা মারমুখী মেজাজে ছিলেন। গ্রুপ পর্বের ম্যাচে যে পাকিস্তানকে ২০৫ রানের মধ্যে অলআউট করে দিয়েছিলেন ভারতীয় বোলারেরা, সেই ব্যাটারেরাই এই ম্যাচে বদলার মেজাজে ছিলেন। দুই ওপেনার সৈয়ম আয়ুব এবং সাহিবজ়াদা ফারহান মিলে ১২১ রান তোলেন। মাত্র ১৭ ওভারে এই রান তুলে নেন পাকিস্তানের দুই ওপেনার। সেই জুটি ভাঙেন মানব সুতার। ভারতের বাঁহাতি অলরাউন্ডারের বল নিচু হয়ে আসে।

ভারতকে এর পর ম্যাচে ফিরিয়ে এনেছিলেন রিয়ান পরাগ। পর পর দু’বলে তিনি তুলে নেন ওমাইর ইউসুফ এবং কাশিম আক্রমকে। ৩৫ রান করা ইউসুফের ক্যাচ নিজেই নেন রিয়ান। সেই ক্যাচটি ঠিক ভাবে নেওয়া হয়েছে কি না সেই বিষয়ে নিজেই নিশ্চিত ছিলেন তিনি। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে পাকিস্তানের ব্যাটারের মতো অবাক হয়ে যায় ভারতও। পরের বলেই মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন আক্রম। অধিনায়ক মহম্মদ হ্যারিসও বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি মাত্র দু’রান করেন। ১৮৭ রানে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল ভারত।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Harmanpreet-Kaur:-বাংলাদেশের-বিরুদ্ধে-ম্যাচে-স্টাম্প-ভাঙার-জন্য-হরমনপ্রীতকে-শাস্তি-দিল-আইসিসি Read Next

Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ...