You will be redirected to an external website

রোববার জিততেই হবে ভারতকে! না হলে পাকিস্তান চলে যাবে সেমিফাইনালে!

রোববার-জিততেই-হবে-ভারতকে!-না-হলে-পাকিস্তান-চলে-যাবে-সেমিফাইনালে!

রোববার জিততেই হবে ভারতকে

টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ-এর আর মাত্র ৬টি ম্যাচ বাকি। কিন্তু এখনও কোনও দল সেমিফাইনালের টিকিট পাকা করতে পারল না। ফলে পয়েন্টের নিরিখে দেখলে বিশ্বকাপ জমে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে গ্রুপ-২ তে পয়েন্টের খেলা আরও জমিয়ে দিল পাকিস্তান। তাদের সেমিতে যাওয়ার রাস্তা কিন্তু বেশ কঠিন। ভারত চারটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। চার ম্যাচ খেলে। পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট চার। ভারতের নেট রান রেট ০.৭৩। তবে নেট রান রেটে পাকিস্তান কিন্তু ভারতের থেকে এগিয়ে। ফলে রোববার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে জিততেই হবে।

জিম্বাবোয়েকে হারালে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিতে যাবে। আর হারলে ভারতের পয়েন্ট থাকবে ৬। পাকিস্তান শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে তাদের পয়েন্ট হবে ৬। পাকিস্তান ভারতের থেকে নেট রান রেটে এগিয়ে। সেক্ষেত্রে ভারত সেমির লড়াই থেকে ছিটকে যাবে। ভারত-জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে ভারত পাবে এক পয়েন্ট। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৭। ওদিকে দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসকে হারায় তা হলে তাদের পয়েন্ট হবে ৭। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার রান রেট ভাল বলে তারা থাকবে শীর্ষে। ভারত দ্বিতীয় দল হিসেবে যাবে সেমিতে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

পার্লার-থেকে-শুরু-করে-বেডরুম,-সবেতেই-ঘরোয়া,-জন্মদিনে-বিরাট-শুভেচ্ছা-অনুষ্কার Read Next

পার্লার থেকে শুরু করে বে...