এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে হরমনদের সামনে শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ভারত-পাকিস্তান হচ্ছে না। রবিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল পাকিস্তান। ফলে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারতকে খেলতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ছেলেদের এশিয়া কাপের পুনরাবৃত্তি দেখা গেল এশিয়ান গেমসেও।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। টসে জিতে ফিল্ডিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের সামনে কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার শাওয়াল জুলফিকারের। তিনি ১৬ রান করেন। দু’অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র তিন জন। ২০ ওভার খেললেও ৭৫/৯-এর বেশি তুলতে পারেনি পাকিস্তান। ৩ উইকেট নেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি।
শ্রীলঙ্কার শুরুটাও ভাল হয়নি। দুই ওপেনার খুব তাড়াতাড়ি ফিরে যান। কিন্তু লক্ষ্যমাত্রা কম থাকায় চাপে পড়েনি তারা। হর্ষিতা সমরবিক্রম (২৩) এবং নীলাক্ষি দা সিলভা (অপরাজিত ১৮) দলকে জিতিয়ে দেন।