You will be redirected to an external website

Asia Cup 2023: ৩৭ বলে খেলা শেষ, ২৬৩ বল বাকি থাকতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন রোহিতেরা

Asia-Cup-2023:-৩৭-বলে-খেলা-শেষ,-২৬৩-বল-বাকি-থাকতে-এশিয়া-কাপ-চ্যাম্পিয়ন-রোহিতেরা

২৬৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত

২৬৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টম বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে একাধিক নজির তৈরি করলেন রোহিত শর্মারা।

এক দিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে এত বল বাকি থাকতে আগে কোনও দেশ জেতেনি। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০০৩ সালে ইংল্যান্ডকে তারা হারিয়েছিল ২২৬ বল বাকি থাকতে। ২৬৩ বল বাকি থাকতে জিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিতেরা।

২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত। অর্থাৎ, মাত্র ৩৭ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছেছেন রোহিতেরা। এক দিনের ক্রিকেটে এত বল বাকি থাকতে এর আগে জেতেনি ভারত। এই হিসাবে ভারত রবিবার পেল বৃহত্তম জয়। এর আগে ২০০১ সালে কেনিয়াকে ২৩১ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত। সেটাই ছিল সেরা। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার দখলে ২০০১ সালে জ়িম্বাবোয়েকে ২৭৪ বল বাকি থাকতে হারিয়েছিল তারা।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে কম ওভারে ইনিংস শেষ হওয়ার ক্ষেত্রেও শ্রীলঙ্কার রবিবারের ইনিংস থাকছে দ্বিতীয় স্থানে। এ দিন শনাকারা অল আউট হয়েছেন ১৫.২ ওভারে। সব থেকে কম ওভারে ইনিংস শেষ হওয়ার লজ্জার রেকর্ড রয়েছে জ়িম্বাবোয়ের দখলে। ২০১৭ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩.৫ ওভারে শেষ হয়েছিল তাদের ইনিংস।এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সব থেকে কম ওভারের ইনিংস হল রবিবার। এর আগে ২০০২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬.৫ ওভারে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asian-Games-2023:-প্রস্তুতি-ছাড়াই-আজ-চিনের-বিরুদ্ধে-নামছেন-সুনীলরা! Read Next

Asian Games 2023: প্রস্তুতি ছাড়াই ...