You will be redirected to an external website

India Vs West Indies: প্রথম টি-টোয়েন্টিতেই হার হার্দিকদের, হার দিয়ে শুরু ভারতের

India-Vs-West-Indies:-প্রথম-টি-টোয়েন্টিতেই-হার-হার্দিকদের,-হার-দিয়ে-শুরু-ভারতের

টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু ভারতের

টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু ভারতের। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচটি চার রানে হেরে গেলেন হার্দিক পাণ্ড্যেরা। ওয়েস্ট ইন্ডিজ় ১৪৯ রান তোলে প্রথমে ব্যাট করে। কিন্তু সহজ লক্ষ্য পেয়েও ভারত শেষ হয়ে গেল ১৪৫ রানে।

আরশদীপ সিংহ এবং মুকেশ কুমার ভারতের হয়ে নতুন বলে শুরু করেছিলেন। টেস্ট এবং এক দিনের পর টি-টোয়েন্টি সিরিজ়েও অভিষেক হল বাংলার পেসারের। নতুন বলে প্রথম ওভারে ন’রান দেওয়া মুকেশ ডেথ ওভারে নজর কাড়লেন। তিনি তিন ওভারে দেন ২৪ রান। ১৮ এবং ২০তম ওভারে বল করতে এসে একটিও বাউন্ডারি দেননি মুকেশ। 

ভারতের হয়ে প্রথম উইকেটটি নেন যুজবেন্দ্র চহাল। কাইল মেয়ার্সকে (১) এলবিডব্লিউ করেন তিনি। সেই ওভারেই তুলে নেন অন্য ওপেনার ব্র্যান্ডন কিংকে (২৮)। পর পর দু’টি উইকেট হারিয়ে একটু বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ়। দলের উপর তৈরি হওয়া চাপ কাটানোর চেষ্টা করছিলেন ফর্মে থাকা নিকোলাস পুরান। তিনি দ্রুত রান তুলতে শুরু করেন। কিন্তু উল্টো দিকে থাকা জনসন চার্লসকে (৩) আউট করে দেন কুলদীপ যাদব। পুরানের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক রভমন পাওয়েল। কিন্তু জুটিতে ৩৮ রানের বেশি তুলতে পারেননি তাঁরা। ৪১ রান করা পুরানের উইকেট তুলে নেন ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বেশি রান করতে পারেননি শিমরন হেটমেয়ার (১০)। আরশদীপ ১৯তম ওভারে পাওয়েল এবং হেটমেয়ারের উইকেট তুলে নেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Commonwealth-Games-:-অত্যধিক-খরচ,-কমনওয়েলথ-গেমস-আয়োজন-করবে-না-অ্যালবার্টা Read Next

Commonwealth Games : অত্যধিক খরচ, কমন...