You will be redirected to an external website

গলায় জাতীয় সঙ্গীত, চোখ ভরে এল জলে! ম্যাচের আগেই ভাইরাল রোহিত শর্মা

গলায়-জাতীয়-সঙ্গীত,-চোখ-ভরে-এল-জলে!-ম্যাচের-আগেই-ভাইরাল-রোহিত-শর্মা

ভারত বনাম পাকিস্তান ম্যাচ

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে বাজার একেবারে সরগরম৷  রোহিত শর্মা এদিন মেলবোর্ন মাঠে ১ লক্ষ দর্শকের উপস্থিতিতে একেবারে জমজমাট মাঠ৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবসময়েই স্ট্র্যাটেজির লড়াইয়ের পাশাপাশি আবেগের বিস্ফোরণও দেখা যায়৷ যেরকম এদিন জাতীয় সঙ্গীত গাইবার সময় চোখে জল ভরে আসে অধিনায়ক রোহিত শর্মার৷

মেলবোর্ন মাঠের জায়ন্ট স্ক্রিনে যখন এক লক্ষ দর্শক যেমন দেখল তেমনিই দেখল গোটা বিশ্ব৷ তাঁর চোখে নেমে এল আবেগের ধারা৷ মাঠের দর্শকদের মধ্যেও  ছড়িয়ে পড়ে সেই আবেগ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়ে যায় তাঁর জাতীয় সঙ্গীতের সঙ্গে ভেসে আসা আবেগ৷

ভারত প্ৰথম একাদশ থেকে রবিবার বাইরে রেখেছে হর্ষল প্যাটেল, জুজবেন্দ্র চাহাল এবং ঋষভ পন্থকে। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামিকেই যে পেস বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে, তা বোঝাই গিয়েছিল। তবে হর্ষল প্যাটেল এবং জুজবেন্দ্র চাহালকে বাইরে রেখে যে টিম বাছবে রোহিতরা, ভাবা যায়নি। অশ্বিনকে নিয়ে কার্যত চমকই দিল ইন্ডিয়া। বাবর এবং মহম্মদ রিজওয়ান অফস্পিনারদের খেলতে ততটা স্বচ্ছন্দ নন, সেই কারণেই সম্ভবত অশ্বিনের অন্তর্ভুক্তি। ডান হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে অশ্বিনের ক্যারম বল সহ অন্যান্য স্টক বল ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। সেকথা ভেবেই সম্ভবত দক্ষিণী স্পিনারকে নেওয়ার কথা ভেবেছেন রোহিত-দ্রাবিড়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

মেলবোর্নে-বিরাট-দাপট,-সঙ্গী-হার্দিক,-পাকিস্তানকে-৪-উইকেটে-হারিয়ে-বিশ্বকাপ-অভিযান-শুরু-ভারতের Read Next

মেলবোর্নে বিরাট দাপট, সঙ...