You will be redirected to an external website

দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকেই ছিটকে যেতে পারেন ভারতের বোলার

দক্ষিণ-আফ্রিকা-সিরিজ়-থেকেই-ছিটকে-যেতে-পারেন-ভারতের-বোলার

রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে খেলতে পারছেন না দীপক চাহার। এমনকি গোটা সিরিজ় থেকেই ছিটকে যেতে পারেন তিনি। বাবার অসুস্থতার কারণে এখনও দক্ষিণ আফ্রিকা যাননি তিনি। কবে যাবেন তারও নিশ্চয়তা নেই।

বাবার অসুস্থতার কারণে অস্ট্রেলিয়া সিরিজ়ের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই বাড়ি ফিরে যান চাহার। তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এখনও হাসপাতালে ভর্তি। বাবার পাশ ছেড়ে কোথাও যেতে চান না চাহার। সে কারণে আগে থেকেই বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছেন তিনি। বোর্ডও জোরাজুরি করেনি। বোর্ডকর্তাদের ধারণা, এই মুহূর্তে চাহারের মানসিক অবস্থা ভাল নেই।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “ডারবানে ভারতীয় দলের সঙ্গে এখনও যোগ দেয়নি দীপক। পরিবারের একজন অসুস্থ বলে ও ছুটি চেয়ে নিয়েছে। পরিবারের সেই সদস্যের সুস্থতার উপরে নির্ভর করছে দীপক দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবে কি না। আগামী কয়েক দিনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।”

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Mohammed-Shami:-দক্ষিণ-আফ্রিকার-বিরুদ্ধে-খেলবেন-সামি?-খুশির-খবর-শোনালেন-জয়-শাহ Read Next

Mohammed Shami: দক্ষিণ আফ্রিকার ব...