এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। নেপালকে হারিয়ে প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী পাকিস্তান। ফলে ভারতের বিরুদ্ধে বাড়তি তাগিদ নিয়ে নামবে তারা। দীর্ঘ দিন ধরেই এই ম্যাচ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।
সবচেয়ে বেশি যে প্রশ্ন নিয়ে আলোচনা চলছে তা হল, কোন ফর্মুলা মেনে প্রথম একাদশ তৈরি করবে ভারত? দলে কি তিন পেসার রেখে হার্দিক পাণ্ড্যকে চতুর্থ পেসার হিসাবে খেলানো হবে? না কি দুই স্পিনার খেলানো হবে এবং অতিরিক্ত স্পিনারের ভূমিকা পালন করবেন রবীন্দ্র জাডেজা?
ওপেনিং জুটি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। রোহিত শর্মা এবং শুভমন গিলই ওপেন করবেন। তবে ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইলে ঈশান কিশনকে ওপেনে আনা হতে পারে রোহিতের সঙ্গে। সে ক্ষেত্রে শুভমন তিনে নামবেন। বিরাট কোহলি চারে এবং শ্রেয়স আয়ার পাঁচে। তবে ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে বলেই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হওয়ার সম্ভাবনা কম।
ভারতীয় দলে তিন বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বুমরা ১০ ওভার বল করতে পারবেন কি না। কিন্তু বুমরাকে এখনও পর্যন্ত কোনও অস্বস্তিতে মনে হয়নি। আয়ারল্যান্ড সিরিজ়েও ভাল বল করেছেন। তিনি পুরো ১০ ওভার করতে পারবেন ধরে নিয়েই এশিয়া কাপের দল তৈরি হয়েছে। তাই সমস্যা হওয়ার কথা নয়। তবে বুমরার সঙ্গে শামিকে রাখলে বাদ পড়বেন মহম্মদ সিরাজ়। তাঁকে নেপাল ম্যাচে খেলানো যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত, শুভমন, বিরাট, শ্রেয়স, ঈশান, হার্দিক, জাডেজা, অক্ষর, বুমরা, শামি এবং কুলদীপ।