ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিল ভারত। ব্যাটিং ব্যর্থতার দিনে দাপট দেখালেন বোলারেরা। যে দিন বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা রান পেলেন না, সে দিন মহম্মদ শামি, যশপ্রীত বুমরারা বুঝিয়ে দিলেন যে, তাঁরাও ম্যাচ উইনার। কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতাতে পারেন তাঁরা।
এ বারের বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে জায়গা পাকা করার সুযোগ রয়েছে ভারতের কাছে। এখনও কোনও ম্যাচ হারেনি তারা। ছ’টি ম্যাচের মধ্যে ছ’টিতেই জিতেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবারের জয়ের পরেও সেমিফাইনালের জায়গা পাকা হল না রোহিতদের।
ভারত এখন লিগ তালিকায় শীর্ষে। ছ’ম্যাচ খেলে পেয়েছে ১২ পয়েন্ট। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ১২ পয়েন্ট নিয়েও নিশ্চিন্ত হওয়া যাবে না। তাই ভারত রবিবার ইংল্যান্ডকে হারিয়ে দিলেও সেমিফাইনালে জায়গায় পাকা করতে পারল না।
লিগ তালিকায় প্রথম চারের বাইরে থাকা দলগুলির মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এখনও সুযোগ রয়েছে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে তিনটি দল ১২ পয়েন্টে পৌঁছে গেলে লড়াই হবে নেট রানরেটের। সেই সম্ভাবনা থাকায় ১২ পয়েন্ট পেলেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা হয়ে যাবে না ভারতের।