You will be redirected to an external website

এশিয়া কাপের আগে হঠাৎ চোট ভারতীয় বোলারের,বাদ অভিজ্ঞ স্পিনার

এশিয়া-কাপের-আগে-হঠাৎ-চোট-ভারতীয়-বোলারের,বাদ-অভিজ্ঞ-স্পিনার

এশিয়া কাপের আগে হঠাৎ চোট ভারতীয় বোলারের

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। টসের সময় অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়ে দেন কুলদীপ যাদবের চোট রয়েছে। তাঁর বদলে রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ভারত। কী হয়েছে কুলদীপের?

টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ব্যাটিং ভুগিয়েছিল ভারতকে। প্রথম ম্যাচে কুলদীপ একটি উইকেট নিয়েছিলেন। তিনি এবং যুজবেন্দ্র চহাল মিলে প্রথম তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই কুলদীপ রবিবার খেলতে পারছেন না।

এই মাসের শেষেই এশিয়া কাপ। কুলদীপ যে ফর্মে রয়েছেন, তাতে এশিয়া কাপের দলে জায়গা করে নিতেই পারেন। তাঁর মতো এক জন লেগ স্পিনারের চোট চিন্তার কারণ হয়ে উঠতে পারে ভারতের জন্য। যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, “নেটে ব্যাট করার সময় আঙুলে বল লাগে কুলদীপের। বাঁহাতের বুড়ো আঙুলে চোট লেগেছে তাঁর। সেই কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না তিনি।”

প্রথম ম্যাচের হার নিয়ে যদিও খুব বেশি চিন্তিত নন হার্দিক। টসের পর অধিনায়ক বলেন, “আগের ম্যাচে আমরা খুব বেশি ভুল করেছি এমন নয়। দু’একটা ভুলের কারণে হারতে হয়েছে। প্রতি ওভারে ১০-১২ রান তাড়া করতে হলে এমনটা হতেই পারে। বড় রান করতে হলে হাতে উইকেট রাখতে হবে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Sunil-Chhetri:-ডেঙ্গিতে-আক্রান্ত-সুনীল-ছেত্রির-স্ত্রী,হাসপাতালে-ভর্তি-করানো-হয়েছে-সোনমকে Read Next

Sunil Chhetri: ডেঙ্গিতে আক্রান্ত ...