You will be redirected to an external website

World Cup 2023: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর কেড়ে নিলেন রবীন্দ্র জাডেজা

World-Cup-2023:-চেন্নাইয়ে-অস্ট্রেলিয়ার-বিরুদ্ধে-নজর-কেড়ে-নিলেন-রবীন্দ্র-জাডেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সফলতম বোলার জাডেজাই

১০ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সফলতম বোলার জাডেজাই। ম্যাচের পর বাঁ হাতি অফস্পিনার জানালেন, এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ দিন আইপিএল খেলার অভিজ্ঞতাই কাজে লেগেছে।

অনেক দিন ধরেই সিএসকে-র হয়ে খেলছেন জাডেজা। গত মরসুমেও এই মাঠে আইপিএল খেলেছেন। ফলে এই মাঠের প্রতিটি ঘাস তাঁর হাতের তালুর মতো চেনা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে সেটাই কাজে লাগিয়েছেন তিনি। জাডেজা বলেছেন, “আমি সিএসকে-র হয়ে এই মাঠেই আইপিএল খেলি। তাই এখানকার পরিস্থিতি, পিচ আমার অজানা নয়।

ভাল বল করার পিছনে আলাদা কোনও রহস্য আছে বলে মানতে চাইলেন না জাডেজা। বলেছেন, “আমি স্রেফ স্টাম্প লক্ষ্য করে বল করে গিয়েছি। পিচে ঘূর্ণি ছিল। তাই কোন বল ঘুরবে সেটা বুঝতে পারছিলাম না। সব বল ঘোরেনি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-অস্ট্রেলিয়াকে-হারিয়ে-শুরু-ভারতের-বিশ্বকাপ-অভিযান Read Next

World Cup 2023: অস্ট্রেলিয়াকে হার...