You will be redirected to an external website

Women team: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারাল ভারতের মহিলা দল

Women-team:-প্রথম-টি-টোয়েন্টি-ম্যাচে-বাংলাদেশকে-সাত-উইকেটে-হারাল-ভারতের-মহিলা-দল

বাংলাদেশকে সাত উইকেটে হারাল ভারতের মহিলা দল

রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পরিস্থিতির সুবিধা কাজে লাগিয়ে স্পিনাররা তার পূর্ণ ফায়দা তোলেন। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে হরমনপ্রীত ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান করেন। দু’জনে তৃতীয় উইকেটে ৭০ পানের জুটি গড়েন। ১৬.২ ওভারেই রান তুলে নেয় ভারত। হরমনপ্রীত ছ’টি চার এবং দুটি ছয় মারেন। নাহিদা আখতারের বোলিংয়ে দু’বার প্রাণ ফিরে পান হরমনপ্রীত।

বাংলাদেশকে অনায়াসে সাত উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল। অর্ধশতরান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভাল বল করলেন স্পিনাররাও। টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।ভারতের রান তাড়া করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি। শুরুর দিকে তাঁর ব্যাট থেকে ভাল কিছু বাউন্ডারি দেখা যায়। পাঁচটি বাউন্ডারি মারেন তিনি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Arjun-Tendulkar:-দেওধর-ট্রফিতে-সুযোগ-পেলেন-সচিন-তেন্ডুলকরের-ছেলে-অর্জুন Read Next

Arjun Tendulkar: দেওধর ট্রফিতে সুয...