You will be redirected to an external website

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান!

IND-vs-SA:-দক্ষিণ-আফ্রিকার-বিরুদ্ধে-টেস্ট-সিরিজ-থেকে-সরে-দাঁড়ালেন-ঈশান!

টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান!

চোটের জন্য মহম্মদ শামি (Mohammed Shami) আগেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান কিষান (Ishan Kishan)। ঠিক কোন কারণে টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার খেলবেন না, সেটা স্পষ্ট করে বলা হয়নি। 

তবে বিসিসিআইয়ের বিবৃতিতে লেখা রয়েছে, ‘ব্যক্তিগত কারণের জন্য ঈশান কিষান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন ঈশান। তাঁর কারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঈশানই বোর্ডকে আবেদন করেছিলেন তাঁকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তবে কেন ছুটি চেয়েছেন, সেটা উল্লেখ করা নেই। ওয়ান ডে সিরিজের আগে মেডিক্যাল এমারজেন্সির কারণে দীপক চাহার সরে দাঁড়িয়েছিলেন। ঈশানের ক্ষেত্রে কারণ ঠিক কী, সেটা এখনও ধোঁয়াশা। ঈশানের পরিবর্তে কোনা শ্রীকর ভারতকে টেস্ট স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীকর ভারতকে খেলানো হয়েছিল। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

নিলাম-টেবিলে-রোহিতকে-নেতৃত্বে-ফেরানোর-দাবি,-জবাবে-অম্বানী-পুত্র-কী-বললেন-তিনি? Read Next

নিলাম টেবিলে রোহিতকে নে...