You will be redirected to an external website

Asia Cup 2023: এশিয়া কাপ কি সরছে শ্রীলঙ্কা থেকে? কোথায় হবে ভারত-পাক ম্যাচ?

Asia-Cup-2023:-এশিয়া-কাপ-কি-সরছে-শ্রীলঙ্কা-থেকে?-কোথায়-হবে-ভারত-পাক-ম্যাচ?

গত কয়েক দিন টানা বৃষ্টি চলছে কলম্বোয়

গত কয়েক দিন টানা বৃষ্টি চলছে কলম্বোয়। সে কারণে এশিয়া কাপের ফাইনাল-সহ সুপার ফোরের ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শ্রীলঙ্কার একাধিক মাঠ নিয়ে আলোচনা চলছিল।

ক্রমশ উন্নতি হচ্ছে কলম্বোর আবহাওয়ার। কমেছে বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাসে সন্তুষ্ট এসিসি কর্তারা। তাই এশিয়া কাপের ফাইনাল এবং সুপার ফোর পর্বের ম্যাচগুলি অন্য মাঠে না সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচি মতোই হবে সব খেলা। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। তারা জানিয়েছে, এসিসি কর্তারা এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট এবং সম্প্রচারকারী চ্যানেলের কর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বরের আগে শ্রীলঙ্কায় এশিয়া কাপের কোনও খেলা নেই। তত দিনে দ্বীপরাষ্ট্রের রাজধানীর আকাশ মেঘমুক্ত হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কার আবহবিদেরা। তা ছাড়া অন্যত্র ম্যাচ সরানোর ক্ষেত্রে আপত্তি ছিল সম্প্রচারকারী সংস্থার। তাতে তাদের সব কর্মী এবং ক্যামেরা-সহ সমস্ত যন্ত্রপাতি নতুন জায়গা নিয়ে যেতে হত। যা কিছুটা সময় সাপেক্ষ। কারণ বিকল্প ব্যবস্থা হিসাবে দক্ষিণ শ্রীলঙ্কার হাম্মানটোটায় ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

এশিয়া-কাপের-সবচেয়ে-রোহমহর্ষক-ম্যাচ?-সুপার-‘ফোরের’-দূরত্বে-থামল-আফগানিস্তান Read Next

এশিয়া কাপের সবচেয়ে রোহম...