You will be redirected to an external website

Jasprit Bumra: ভারতীয় দলে নতুন দায়িত্ব পেয়েছেন যশপ্রীত বুমরা,কী দায়িত্ব দেওয়া হয়েছে বোলারকে

Jasprit-Bumra:-ভারতীয়-দলে-নতুন-দায়িত্ব-পেয়েছেন-যশপ্রীত-বুমরা,কী-দায়িত্ব-দেওয়া-হয়েছে-বোলারকে

ভারতীয় দলে নতুন দায়িত্ব পেয়েছেন যশপ্রীত বুমরা

চোটের জন্য ইংল্যান্ড সিরিজ়ে নেই মহম্মদ শামি। ফলে দলের পেস বোলিং বিভাগের দায়িত্ব তাঁর কাঁধে। সেই দায়িত্বের পাশাপাশি নতুন একটি ভূমিকাতেও দেখা যাচ্ছে যশপ্রীত বুমরাকে। তা হলে, দলের তরুণদের উজ্জীবিত করা। 

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরেই এ কথা জানিয়েছেন বুমরা। বলেছেন, “আমাদের দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব বাকিদের সাহায্য করা। সেটা যে কোনও উপায়েই হোক। আমরা অনেক বিষয়ে আলোচনা করি। তা ছাড়া, অধিনায়ক রোহিতের সঙ্গে অনেকটা সময় ধরে খেলছি।”

ভারতের মাটিতে বুমরার পরিসংখ্যান ঈর্ষণীয়। কিন্তু সংখ্যা নিয়ে কোনও ভাবনাচিন্তাই নেই ভারতীয় পেসারের। বলেছেন, “আগেও বলেছি, আমি সংখ্যার দিকে তাকাই না। যখন বয়স কম ছিল তখন ভেবেছি। বেশ উত্তেজিত হয়েছি। কিন্তু এখন আমার কাছে সংখ্যাটা বাড়তি বোঝা।”

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Virat-Kohli:ইংল্যান্ডের-বিরুদ্ধে-নেই-বিরাট,-টেস্ট-সিরিজ়ে-খেললেন-না-কোহলি Read Next

Virat Kohli:ইংল্যান্ডের বিরুদ্...