বিশ্ব ক্রিকেটেও অতি পরিচিত নাম ঝুলন গোস্বামী
লর্ডসে MCC-র মিটিংয়ের আগে ক্রিকেট কমিটিতে তিনজনের সংযুক্তির বিষয়ে ঘোষণা হয়। এমসিসি-র এই কমিটিতে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা থাকেন। বিশ্বের অন্যতম সেরা পেসার ঝুলন গোস্বামী। মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাংলার এই পেসার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
বাংলা মহিলা দলের মেন্টর, বোলিং কোচ এবং উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন ঝুলন গোস্বামী। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলে অবসর নেন। তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয় বিদায়ী ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে দু-দশকের কেরিয়ারে সাদা বলে ৩০০-র বেশি উইকেট নিয়েছেন। এ ছাড়াও মেয়েদের টেস্টে ১২ ম্যাচে ৪৪ উইকেট রয়েছে ঝুলনের।
এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিং একটি বিবৃতিতে লেখেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার, ইয়নকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দীর্ঘ সময় ধরে দক্ষতার সঙ্গে খেলেছেন।