You will be redirected to an external website

IPL 2023:কেকেআরের ম্যাচ নির্বিঘ্নে হওয়া সম্ভব?কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

IPL-2023:কেকেআরের-ম্যাচ-নির্বিঘ্নে-হওয়া-সম্ভব?কী-বলছে-আবহাওয়ার-পূর্বাভাস?

মোহালিতে বৃষ্টির আশঙ্কা রয়েই গিয়েছে

মোহালিতে বৃষ্টির আশঙ্কা রয়েই গিয়েছে। আইপিএলের দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস মুখোমুখি হবে মোহালিতে। সেখানে সন্ধে থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টির কারণে অনুশীলনই করতে পারেনি কেকেআর। ম্যাচের সময়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি হচ্ছে। কিন্তু কলকাতার ম্যাচের সময় মোহালিতে বৃষ্টি হোক সেটা চাইবেন না সমর্থকরা।

শনিবার দুপুর ৩.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। কিন্তু ম্যাচ যত গড়াবে, তত বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। বিকেল ৫টা থেকে ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। ৬টার পর সেটা কমতে পারে ৫০ শতাংশে। ধীরে ধীরে কমতে পারে। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়টাতেই বৃষ্টির ভ্রুকুটি থাকায় চিন্তা থাকছে। বার বার খেলা বন্ধ হলে তার খারাপ প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের উপর। কারণ, বার বার সাজঘরে ফিরতে হলে মনোযোগ নষ্ট হতে পারে তাঁদের।

শুক্রবার মাঠে অনুশীলন করতে না পারলেও ইন্ডোরে অনুশীলন করেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। কলকাতার নতুন অধিনায়ক চাইবেন না প্রথম ম্যাচেই বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাক বা বার বার বিঘ্ন হওয়ার কারণে ম্যাচে সেটার প্রভাব পড়ুক। এ বার কলকাতার কোচও নতুন। চন্দ্রকান্ত পণ্ডিতের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি একাধিক বার রঞ্জি ট্রফি জিতেছেন এবং ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল কোচ। তিনি আইপিএলে কী ভাবে দল পরিচালনা করেন, সে দিকেও নজর রাখবেন সমর্থকরা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Salim-Durani;প্রয়াত-ভারতীয়-ক্রিকেটের-প্রথম-‘অর্জুন’-সেলিম-দুরানি... Read Next

Salim Durani;প্রয়াত ভারতীয় ক্রি...