You will be redirected to an external website

MI vs KKR : বছর ১৫ পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল কেকেআর!

MI-vs-KKR-:-বছর-১৫-পর-দ্বিতীয়-সেঞ্চুরিয়ান-পেল-কেকেআর!

বছর ১৫ পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল কেকেআর!

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের বোলিংয়ে স্কুপ খেলার চেষ্টায় হাঁটুতে চোট পান। ম্যাজিক স্প্রে নিয়ে ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২৩ বলে অর্ধশতরানে পৌঁছান। দৌঁড়তে সমস্য়ায় পড়ছিলেন। তাতেও অবশ্য় সিঙ্গল নেওয়া ছাড়েননি। সঙ্গে চার-ছয়ের মার তো রয়েইছে। ৪৯ বলে শতরান পূর্ণ করলেন ভেঙ্কটেশ। আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে কেকেআর জার্সিতে শতরান করেছিলেন ব্রেন্ডন ম্য়াকালাম। এর পর আর কেকেআরের কেউ শতরান করেননি আইপিএলে

ওপেনিং ব্য়র্থতা অব্যহত কলকাতা নাইট রাইডার্সের। গত মরসুম থেকেই থেকেই এমনটা চলছে। যার জেরে চাপ পড়ছে মিডল অর্ডারে। গত মরসুম থেকে ৯টি ওপেনিং জুটি দেখেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র এক বারই ৫০ রানের জুটি হয়েছিল। ওপেনিং জুটি বদল এবং ব্য়র্থতা জারি এ মরসুমেও। রহমানুল্লা গুরবাজ এক দিকে, উল্টোদিকে কখনও মনদীপ, ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশন। সাফল্য আসেনি এক ম্য়াচেও। গুরবাজ প্রথম তিন ম্য়াচে ভরসা দিলেও সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বইয়ের বিরুদ্ধে ব্য়র্থ। এ মরসুমে তিন ম্য়াচে ওপেন করেন নারায়ণ জগদীশন। এখনও দু-অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভরসা দিলেন ভেঙ্কটেশ আইয়ার। অথচ তাঁকে কেন নিয়মিত ওপেন করানো হচ্ছে না, টিম ম্য়ানেজমেন্টের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মুম্বইয়ের বিরুদ্ধে চোট নিয়ে আরও একটা অনবদ্য ইনিংস ভেঙ্কটেশ আইয়ারের।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:ম্যাচ-হাতছাড়া-হার্দিকের-গুজরাতের,-৩-উইকেটে-জিতে-শীর্ষে-রাজস্থান Read Next

IPL 2023:ম্যাচ হাতছাড়া হার্দ...