টেস্ট সিরিজ়ে খেললেন না কোহলি
ইংল্যান্ডের বিরুদ্ধে এবার গোটা সিরিজ় থেকেই নাম তুলে নিলেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বোর্ডকে বিরাট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারবেন না।
রোহিতের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। কোন সমস্যার জন্য কোহলি প্রথম দু’টি টেস্টে থেকে এ ভাবে হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানায়নি বিসিসিআই। এক কর্তা বলেছিলেন, ‘‘কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে। কারণ রোহিত দলের অধিনায়ক। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে। দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কোহলির কাছে সব সময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে। কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে।
বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে অনুষ্কা সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকার জন্যই কোহলি সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বলে মনে করা হচ্ছিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে অনুরোধ করা হয়েছিল, কোহলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার।