You will be redirected to an external website

IPL 2023:রোহিতদের বিরুদ্ধে বিরাট দাপট,কোহলিদের সহজ জয় মুম্বইয়ের বিরুদ্ধে

IPL-2023:রোহিতদের-বিরুদ্ধে-বিরাট-দাপট,কোহলিদের-সহজ-জয়-মুম্বইয়ের-বিরুদ্ধে

কোহলিদের সহজ জয় মুম্বইয়ের বিরুদ্ধে

এ বারের আইপিএলে নতুন নিয়ম ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। ম্যাচের যে কোনও সময় এক জন ক্রিকেটার বদল করতে পারে দলগুলি। সেই সুবিধা নিয়ে কেউ ম্যাচ জিতছে, কেউ আবার ব্যর্থ হচ্ছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের প্রথম ম্যাচে ব্যবহারই করল না ‘ইমপ্যাক্ট প্লেয়ার’কে।

রবিবার প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে মুম্বই। সেই রান তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসি মিলেই জয়ের রান তুলে নেবেন। যদিও শেষ পর্যন্ত ১৪৮ রানের মাথায় আউট হন ডুপ্লেসি। বেঙ্গালুরুর তখন বাকি ২৪ রান। তাই সেই সময় আর ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ প্রয়োজন হয়নি বেঙ্গালুরুর।

বল করার সময় বেঙ্গালুরুর রিচি টপলে চোট পান। তাঁর জায়গায়ও অন্য কোনও বোলারকে আনেনি তারা। বেঙ্গালুরু দলে ভারসাম্য এতটাই যে টপলে বার হয়ে গেলেও ২০ ওভার করতে সাত বোলার ব্যবহার করে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে কোনও অসুবিধাই হল না তাদের। দু’টি উইকেট নেন করণ শর্মা। একটি করে উইকেট নেন সিরাজ়, টপলে, আকাশ দীপ, হর্ষল পটেল এবং মাইকেল ব্রেসওয়েল।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:দুই-বলে-দুই-ছক্কা!-চেন্নাই-মাতিয়ে-নজির-ধোনির Read Next

IPL 2023:দুই বলে দুই ছক্কা! চেন...