You will be redirected to an external website

Virat Kohli: একের পর এক রহস্যময় পোস্ট করেই চলেছেন বিরাট কোহলি,আবার রহস্যময় পোস্ট!

Virat-Kohli:-একের-পর-এক-রহস্যময়-পোস্ট-করেই-চলেছেন-বিরাট-কোহলি,আবার-রহস্যময়-পোস্ট!

আবার কোহলির রহস্যময় পোস্ট!

ছুটি কাটানোর ফাঁকেই বিরাট কোহলির একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে চর্চা শুরু হয়েছে। কোহলি সেই স্টোরিতে একটি উক্তি তুলে ধরে বদলের ডাক দিয়েছেন। কিন্তু কোন ব্যাপারে তিনি বদল চান তা নিয়ে চলছে জল্পনা।

ইংরেজ লেখক অ্যালান ওয়াটসের একটি উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কোহলি। সেই উক্তিটির নির্যাস হল: “বদলের একমাত্র উপায় হল সেটার সঙ্গে গা ভাসিয়ে দেওয়া।” কী ধরনের বদল চান, কোনও ব্যক্তির বদল চান কি না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে আবার এ-ও বলছেন, কোহলি হয়তো কোনও ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরও নিতে পারেন। যিনি স্টোরি পোস্ট করেছেন, সেই কোহলি অবশ্য পোস্ট নিয়ে নিশ্চুপ।

তবে গত কয়েক দিনে কোহলির এ ধরনের পোস্ট প্রায়ই দেখা যাচ্ছে। ফাইনালের পঞ্চম দিনে খেলতে নামার আগে বার্তা দেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘‘যদি আমাদের মনে খুব বেশি চিন্তা, ভয় ও সন্দেহ থাকে তা হলে বাঁচার ও ভালবাসার সুযোগ কম পাওয়া যায়। তার জন্য সব কিছুকে দূরে সরিয়ে রাখার অনুশীলন করতে হয়।’’

ফাইনালে হারের পর আবার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন। সেখানে কোহলি একটি লাইন লেখেন, যার অর্থ, ‘বোবার কোনও শত্রু নেই।’ বিরাট বোঝাতে চেয়েছিলেন, ফাইনাল হেরে যাওয়ায় তাঁদের সমালোচনা হবেই। এই পরিস্থিতিতে চুপ থাকাই উচিত। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Virat-Kohli:-লন্ডনে-কীর্তন-শুনতে-গেলেন-বিরাট-অনুষ্কা,-ঝড়ের-বেগে-ভাইরাল-ভিডিও Read Next

Virat Kohli: লন্ডনে কীর্তন শুনত...