You will be redirected to an external website

বৃহস্পতিবার সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে রোহিতের দলকে?

বৃহস্পতিবার-সেমিফাইনালে-কাদের-বিরুদ্ধে-খেলতে-হবে-রোহিতের-দলকে?

কোহলিদের সামনে এ বার প্রতিপক্ষ ইংল্যান্ড

রবিবার সকাল সকালই স্বস্তি পেয়ে যান ভারতীয় সমর্থকরা। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার অবাক হারে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। জ়িম্বাবোয়েকে হারিয়ে এ বার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। লড়াই মোটেই সহজ নয়। কারণ ইংল্যান্ড সীমিত ওভারে খুবই ভয়ঙ্কর দল। একাধিক তারকা রয়েছেন সেই দলে।

ভারত এবং ইংল্যান্ড এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তিন বার। ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এ বার সাক্ষাৎ হতে চলেছে দীর্ঘ ১০ বছর পরে। ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে স্মরণীয় হয়ে রয়েছে যুবরাজ সিংহের ছয় ছক্কার সৌজন্যে। স্টুয়ার্ট ব্রডকে পেটানোর দৃশ্য এখনও অনেক ভারতীয় সমর্থকের চোখে ভাসে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে চার উইকেটে ২১৮ রান তোলে ভারত। গৌতম গম্ভীর এবং যুবরাজ দু’জনেই ৫৮ রান করেন। বীরেন্দ্র সহবাগ করেন ৬৮ রান। জবাবে ইংল্যান্ড থেমে যায় ২০০ রানে।

দ্বিতীয় বার ২০০৯ বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। লর্ডসে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সাত উইকেটে ১৫৩ তোলে। কেভিন পিটারসেন ৪৬ করেন। মহেন্দ্র সিংহ ধোনি এবং ইউসুফ পাঠান শেষ দিকে ভাল খেললেও দলকে জেতাতে পারেননি। ভারত হারে তিন রানে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

টি২০-বিশ্বকাপ-ফাইনালে-কি-আবার-ভারত-পাকিস্তান? Read Next

টি২০ বিশ্বকাপ ফাইনালে ক...