জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে রাম মন্দির নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনার শেষ নেই। বাড়ছে আমন্ত্রিতের তালিকাও। প্রথম ৬ থেকে ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা থাকলেও, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজারে। ভিআইপি আমন্ত্রিতের তালিকায় জুড়ল আরও একটি নাম। রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা তথা প্রাক্তন ক্য়াপ্টেন বিরাট কোহলি।
আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ক্রিকেটার বিরাট কোহলি। এর আগে প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনী, সচিন তেন্ডুলকর ও ভেঙ্কটেশ প্রসাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ নিয়েই ব্যস্ত কোহলি। বেঙ্গালুরুতে রয়েছে তৃতীয় ম্যাচ। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ করা হচ্ছে, এই খবর পেয়েই ঝটিকা সফরে মুম্বই ছুটে আসেন কোহলি। রাম মন্দির ট্রাস্টের তরফে পাঠানো আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে গ্রহণ করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।