You will be redirected to an external website

MS Dhoni : চেষ্টা করেও ব্যর্থ ধোনি,চেন্নাইকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি

MS-Dhoni-:-চেষ্টা-করেও-ব্যর্থ-ধোনি,চেন্নাইকে-জেতাতে-পারলেন-না-মহেন্দ্র-সিং-ধোনি

চেন্নাইকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি

একের পর এক চার-ছক্কায় গোটা স্টেডিয়াম মাত করে রেখেছিলেন তিনি। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। কিন্তু, শেষের পংক্তিটা আর লিখতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে ধোনির ২০০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ রানে হারতে হল।

জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের তখন দরকার ছিল ৩০ বলে ৬৩। ব্যাট হাতে ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সমর্থকরা তাকিয়ে ছিলেন ‘‌থালা’‌র দিকে। কিন্তু অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচের মাইলস্টোনের ম্যাচে চেন্নাইকে জয় এনে দিতে ব্যর্থ ধোনি। তাঁর দুরন্ত প্রয়াস কাজে লাগল না। টানটান উত্তেজনার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ রানে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলেছিল ১৭৫/‌৮। জবাবে চেন্নাই তোলে ১৭২/‌৬।

শেষ ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে আউট হন জেসন হোল্ডার (‌০)‌ ও অ্যাডাম জাম্পা (‌১)‌। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৫/৮ তোলে রাজস্থান রয়্যালস। শেষ দিকে ঝড় তুলে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ের। রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত বল করে ২১ রানে ২ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। আকাশ সিং ও তুষার দেশপান্ডেও দুটি করে উইকেট পান।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় চেন্নাই। দুরন্ত ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে তুলে নেন সন্দীপ শর্মা। এরপর চেন্নাইকে এগিয়ে নিয়ে যান ডেভন কনওয়ে ও অজিঙ্কা রাহানে। জুটিতে ওঠে ৬৮ রান। ১৯ বলে ৩১ রান করে অশ্বিনের বলে আউট হন রাহানে। শিবম দুবেকেও (‌৮)‌ ফেরান অশ্বিন। মইন আলিও (‌৭)‌ এদিন দলকে নির্ভরতা দিতে পারেননি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

কলকাতায়-এসে-হার-কলকাতার!ইডেনে-ব্যর্থ-নীতীশ-রিঙ্কুর-লড়াই Read Next

কলকাতায় এসে হার কলকাতার!...