You will be redirected to an external website

চার বারের বিশ্বকাপজয়ী ফুটবলারের জীবনাবসান, ৯২ বছর বয়সে মৃত্যু

চার-বারের-বিশ্বকাপজয়ী-ফুটবলারের-জীবনাবসান,-৯২-বছর-বয়সে-মৃত্যু-

৯২ বছর বয়সে জীবনাবসান মারিয়ো জাগালোর

৯২ বছর বয়সে জীবনাবসান মারিয়ো জাগালোর। ফুটবলার এবং কোচ হিসাবে চার বার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের এই ফুটবলার। জাগালোর ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড প্রথম জাগালোই গড়েছিলেন। ১৯৫৮ এবং ১৯৬২ ফুটবলার হিসাবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে কোচ হিসাবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাজিলকে। মাত্র ৩৮ বছর বয়সে কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। বিশ্বকাপজয়ী দ্বিতীয় কনিষ্ঠতম কোচ জাগালো।

পেলের মৃত্যুর পর ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের শেষ জীবিত ফুটবলার ছিলেন জাগালো। শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্টে লেখা হয়, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত। তিনি পরিবারকে অসম্ভব ভালবাসতেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।জাগালোর জন্ম ১৯৩১ সালে। তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন। ১৯৫০ সালের বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে রক্ষী হিসাবে উপস্থিত ছিলেন ১৯ বছরের জাগালো। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Suryakumar-Yadav:-শামির-চোটের-পর-আবার-ধাক্কা-রোহিতদের,-হার্নিয়ার-অস্ত্রোপচার-হবে-সূর্যের Read Next

Suryakumar Yadav: শামির চোটের পর আব...