অস্ট্রেলিয়া তথা মহিলাদের ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মেগ ল্যানিং
অবসর নিলেন অস্ট্রেলিয়া তথা মহিলাদের ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মেগ ল্যানিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেন তিনি। ১৩ বছর চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক।
গত বছর অস্ট্রেলিয়া ল্যানিংয়ের নেতৃত্বে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ২৪১টি ম্যাচে (৬টি টেস্ট, ১০৩টি একদিনের ম্যাচ এবং ১৩২টি টি-টোয়েন্টি) ৮৩৫২ রান করেছেন তিনি। ল্যানিং জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি।
ল্যানিং বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু ভেবে দেখলাম, এটাই সঠিক সময়। ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরে ভাগ্যবান। কিন্তু এ বার অন্য কিছু চেষ্টা করে দেখতে হবে।