You will be redirected to an external website

ফাইনালেই তাঁর বিশ্বকাপ যাত্রা শেষ, জানালেন লিয়ো, অবসরে যাচ্ছেন মেসি? জল্পনা বিশ্ব জুড়ে

ফাইনালেই-তাঁর-বিশ্বকাপ-যাত্রা-শেষ,-জানালেন-লিয়ো,-অবসরে-যাচ্ছেন-মেসি?-জল্পনা-বিশ্ব-জুড়ে

অবসরে যাচ্ছেন মেসি?

বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন যে, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মঙ্গলবার রাতে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে লিয়োনেল মেসি জানিয়েদিলেন যে, বিশ্বকাপে এটাই তাঁর শেষ ম্যাচ। পরের বিশ্বকাপে তিনি আর খেলবেন না। সেমিফাইনালে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একটি গোল করেছেন মেসি। গোলের পাস বাড়িয়েছেন একটি।

মেসির বয়স ৩৫ বছর। পরের বিশ্বকাপ চার বছর পর। অর্থাৎ ৩৯ বছর বয়সে সেই বিশ্বকাপ খেলতে হত মেসিকে। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি বলেছিলেন যে, মেসি পরের বিশ্বকাপ খেলবেন। কিন্তু মেসি নিজে জানিয়েদিলেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মেসির মতো ফুটবলারদের কড়া মার্কিংয়ে রাখেন বিপক্ষের ফুটবলাররা। যে পরিমাণ চাপ মেসিদের নিতে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নেওয়া কঠিন হয়ে যায়। এ বারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যেমন নিষ্প্রভ দেখিয়েছে, পরের বিশ্বকাপে হয়তো মেসিকেও তেমন দেখাত। সেটা হতে না দিয়ে এই বিশ্বকাপেই শেষ করতে চাইছেন মেসি।

১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তাঁর বিশ্বকাপে শেষ ম্যাচ বলে জানিয়েদিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভাল।” মেসি এই কথা জানানোর পরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের মেসিকে আর খেলতে না-ও দেখা যেতে পারে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

মেসি-বনাম-এমবাপে!-ভাগ্যহীন-বৃদ্ধ-রাজার-লড়াই-তরুণ-যুবরাজের-সঙ্গে,-শেষ-হাসি-হাসবে-কে? Read Next

মেসি বনাম এমবাপে! ভাগ্যহ...