অর্জুন পুরস্কারের জন্য মনোনীত মহম্মদ শামির নাম
অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হল ক্রিকেটার মহম্মদ শামির নাম৷ সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্যই অর্জুন পুরস্কারের জন্য শামির নাম ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠিয়েছে বিসিসিআই৷
তবে প্রাথমিক তালিকায় ভারতীয় জোরে বোলারের নাম ছিল না৷ কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার পর তাঁর নাম বিসিসিআই বিশেষ সুপারিশ করেছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর৷
২০১৫ সালের বিশ্বকাপেও ১৭টি উইকেট নিয়েছিলেন শামি৷ ২০১৯ সালের একদিনের বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি৷ আর এ বারের বিশ্বকাপে ভারত ফাইনালে উঠে বিশ্বকাপ না জিততে পারলেও শামির দুরন্ত পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিল৷
বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে শামিকে বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ সেই ছবি ভাইরালও হয়৷ যা নিয়ে চর্চাও কম হয়নি৷ এবার সরাসরি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হল শামির নাম৷