You will be redirected to an external website

সত্যি হল আশঙ্কা! টেনিস থেকে 'বিশ্রাম' নিচ্ছেন কিংবদন্তি !

সত্যি-হল-আশঙ্কা!-টেনিস-থেকে-'বিশ্রাম'-নিচ্ছেন-কিংবদন্তি-!-

অবসরের ইঙ্গিত দিলেন তারকা ! সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত সত্যি হল শঙ্কা! ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথমবারের মতো আর দেখা যাবে না কিংবদন্তী তারকা রাফায়েল নাদালকে। কোমরের চোটের কারণে সর্বোচ্চ ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ২৮ মে থেকে শুরু হওয়া ফরাসি ওপেনের আগে নিজের ইনজুরি নিয়ে আপডেট তথ্য দিয়েছেন নাদাল।

চলতি বছরের জানুয়ারি মাসে চোট পান নাদাল। সেই থেকে আর তাঁকে টেনিস র‍্যাকেট হাতে দেখা যায়নি। বৃহস্পতিবার নিজের অ্যাকাডেমি সেন্টারে একটি সাংবাদিক বৈঠকে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নেওয়ার প্রসঙ্গ জানিয়ে নাদাল বলেন, ‘আপাতত কিছুদিন আমাকে টেনিস কোর্টের বাইরে থাকতে হবে। হয়তো তিন-চার মাস।’

৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজের অবসরের ইঙ্গিতও দিয়েছেন। নিজের একাডেমিতে বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, শরীরের। সেই জন্য খেলা আমার জন্য অসম্ভব। আমি মনে করি, আগামী বছরই হবে আমার টেনিস যাত্রার শেষ সময়।'

AUTHOR :Rita Ghosh

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

আইপিএল-থেকে-বিদায়-পঞ্জাবের,প্লে-অফের-দৌড়ে-টিকে-থাকল-রাজস্থান Read Next

আইপিএল থেকে বিদায় পঞ্জা...