ঘরের মাঠে ‘হ্যাটট্রিক’-এ নজর শুভমনের
শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স এ মরসুমে এখনও অবধি এমন পরিস্থিতিতেই। মরসুমের চতুর্থ ম্যাচে নামছে গুজরাট টাইটান্স। তিন ম্যাচের মধ্যে দুটি জয়। দুটি জয়ই এসেছে ঘরের মাঠে। একমাত্র হার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। আর ঘরের মাঠে জয় এসেছে দুই শক্তিশালী দল। প্রথম ম্যাচটি ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পঞ্জাব কিংস। টানা দু-ম্যাচ হেরে অস্বস্তিতে শিখর ধাওয়ানরা। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতার মতো পরিস্থিতিতেই ছিল পঞ্জাব। যদিও লখনউয়ের অভিষেককারী এক্সপ্রেস গতির পেসার পঞ্জাবের সমস্ত আশায় জল ঢেলেছিল। পঞ্জাবের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী।
গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপ অনবদ্য। ব্যাটিংয়ে অস্বস্তি যদিও পুরোপুরি কাটেনি। শুভমন গিল, ঋদ্ধিমান সাহা পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন। কিন্তু বড় ইনিংস আসছে না। তাদের আরও বড় অস্বস্তি ছিল মিডল অর্ডারে ডেভিড মিলারের ফর্ম। গত ম্যাচে ডেভিড মিলার রানে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যাটাররা যদি ভরসা দিতে পারেন, বোলিং নিয়ে চিন্তার জায়গা নেই বললেই চলে।