ফের বাবা হলেন নেইমার
ফের বাবা হলেন নেইমার। দীর্ঘদিনের বান্ধবী ব্রুনা বিনাকার্ডি ও নেইমার তাদের কন্যা সন্তান জন্মের ঘোষণা করেন। চলতি বছর এপ্রিল মাসে বিনাকার্ডি গর্ভবতী হওয়ার খবর ঘোষণা করেন। নেইমারের সঙ্গে ছবি আপলোড করে এই খবর জানানো হয়।
আল হিলাল তারকা নেইমার ব্রুনার সঙ্গে তাঁর সম্পর্কের শুরুর দিকে সামনে আনেননি। লুকিয়ে রাখতেন সম্পর্ক। তবে মানুষটা যখন নেইমার তখন কিছুই লুকনো থাকে না। ২০২২ সালে তাদের সম্পর্কের কথা সামনে আসে। ইন্সটাগ্রামে নিজেদের একটি ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা জানায়।
তবে নেইমার ও ব্রুনার সম্পর্কের মধ্যে বাধা হয়েছিল নেইমারের পরকীয়া। জানা যায়, ব্রুনা যখন গর্ভবতী ছিলেন সেই সময় নেইমার পরকীয়াতে জড়ান। যারফলে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। যদিও দু’জন কথা বলে তা মিটিয়ে নেন। একাধিক শর্তে নেইমারের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হন ব্রুনা। এরপর সম্পর্ক ঠিক হওয়ায় দু’জনে কন্যা সন্তান জন্মের খবর হাসি মুখে জানালেন। নেইমার এক্স হ্যান্ডলে লেখেন, ‘স্বাগতম কন্যা! তুমি আমাদের সবার থেকে অনেক ভালোবাসা পাচ্ছ।