You will be redirected to an external website

Rinku Singh: বার ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন রিঙ্কু সিংহ! রোহিতদের দলে সুযোগ নাইট ব্যাটারের?

Rinku-Singh:--বার-ভারতীয়-দলে-সুযোগ-পেতে-চলেছেন-রিঙ্কু-সিংহ!-রোহিতদের-দলে-সুযোগ-নাইট-ব্যাটারের?

রোহিতদের দলে সুযোগ নাইট ব্যাটারের?

এ বার ভারতীয় দলে সুযোগ পেতে পারেন কেকেআরের এই বাঁ হাতি ব্যাটার। একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সুযোগ পেতে পারেন রিঙ্কু।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষণা হলেও এখনও ছোট ফরম্যাটের দল ঘোষণা করেনি বিসিসিআই। সিরিজ় চলাকালীন হয়তো সেই দল ঘোষণা করা হবে। ৩ অগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। দু’দলের মধ্যে পাঁচটি ম্যাচ খেলা হবে। আইপিএল শেষ হয়েছে ২৮ মে। অর্থাৎ, আইপিএল শেষ হওয়ার ৬৭ দিন পরেই ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারেন রিঙ্কু।

এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এই মরসুমে কলকাতার সব থেকে ধারাবাহিক ক্রিকেটার রিঙ্কু। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে রাতারাতি নায়কের মর্যাদা পেয়েছিলেন রিঙ্কু। পরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছিলেন তিনি।অবশেষে হয়তো জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন রিঙ্কু। অগস্ট মাসেই জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই বাঁ হাতি ব্যাটারকে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Jhulan-Goswami:-এমসিসি-র-বিশ্ব-ক্রিকেট-কমিটিতে-এলেন-ঝুলন-গোস্বামী Read Next

Jhulan Goswami: এমসিসি-র বিশ্ব ক্র...