বিশ্বকাপে মাঠে নামার আগেই একের পর এক দুঃসংবাদ
বিশ্বকাপে মাঠে নামার আগেই একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ডেঙ্গি হওয়ায় প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের।
অনুশীলনে চোট পেয়েছেন হার্দিক পাণ্ড্য। সূত্রের খবর, বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। চোট লাগার পর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি তিনি। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি খেলতে পারবেন হার্দিক? ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না।
হার্দিককে ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশের পরিকল্পনা করছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। ২৯ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়া তিনি দলের সহ-অধিনায়কও। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নামেন হার্দিক। দলের অন্যতম ফিনিশার তিনি। প্রথম পরিবর্ত বোলার হিসাবেও গুরুত্ব ভূমিকা নেন।