You will be redirected to an external website

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দিল পাকিস্তান

Asia-Cup-2023:-এশিয়া-কাপে-সুপার-ফোরের-প্রথম-ম্যাচে-বাংলাদেশকে-অনায়াসে-হারিয়ে-দিল-পাকিস্তান

সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে দিল পাকিস্তান

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দিল পাকিস্তান। বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সাত উইকেটে জিতল বাবর আজমের দল। পাকিস্তানকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ওপেনার ইমাম উল হক (৭৮)। প্রথমে ব্যাট করে ১৯৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ।

আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মেহেদি হাসানকে ওপেনিংয়ে নামিয়ে সফল হয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ডাহা ব্যর্থ তিনি। প্রথম বলেই উইকেট খোয়ালেন। দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

সেখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু হয় অধিনায়ক শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের সৌজন্যে। দলের তরুণ ক্রিকেটারেরা যখন ব্যর্থ, তখন ক্রিজ কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে যান দুই অভিজ্ঞ ক্রিকেটার শাকিব এবং মুশফিকুর। পঞ্চম উইকেটে দু’জনে ১০০ রানের জুটি। সেই জুটি টিকে থাকলে আরও বড় রান করতে পারত বাংলাদেশ।

কিন্তু আগ্রাসী হওয়ার মাশুল চোকালেন শাকিব। ফাহিম আশরফের বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারির ধারে ফখর জমানের হাতে ক্যাচ দেন তিনি। এর পরেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। একের পর এক ব্যাটার আসছিলেন এবং ফিরে যাচ্ছিলেন। মুশফিকুর (৬৪) একাই লড়াই চালাচ্ছিলেন। তিনি ফিরে যাওয়ার পরে বাংলাদেশের ইনিংস বেশি ক্ষণ টেকেনি। পাকিস্তানের পেসারেরা এ দিনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Neymar:-পেলের-রেকর্ড-ভেঙে-ব্রাজিলের-সর্বোচ্চ-গোলদাতা-এখন-নেইমার Read Next

Neymar: পেলের রেকর্ড ভেঙে ব্র...