বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন
এ বারের বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হল। পর পর তিনটি ম্যাচে হেরে গেল তারা। ভারতের বিরুদ্ধে যে হারের ধাক্কা শুরু হয়েছিল তা চলছেই। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছে বাবর আজ়মদের। এখনও চারটি ম্যাচ খেলা বাকি রয়েছে তাঁদের।
সোমবার বাবরের ৭৪ রানের ভর করে ২৮২ রান করে পাকিস্তান। কিন্তু আফগানিস্তানের নিয়ন্ত্রিত ক্রিকেটের সামনে হার মানতে হল বাবরদের। ৮ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতলেন রশিদ খানেরা। এক দিনের ক্রিকেটে এই প্রথম বার পাকিস্তানকে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে কেড়ে নিল ২ পয়েন্টও। ফলে ভারত এবং অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হেরে চাপে পাকিস্তান।
সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে নিজেদের বাকি চারটি ম্যাচ জিততেই হবে। তাহলে ১২ পয়েন্টে পৌঁছে যাবেন বাবরেরা। তবে শুধু সেই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে না পাকিস্তানের। এই মুহূর্তে পাকিস্তান লিগ তালিকায় পাঁচ নম্বরে আছে। এমন অবস্থায় যদি শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাবরেরা হেরে যান, তাহলে প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে হবে তাঁদের। পাকিস্তানের ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা (২৭ অক্টোবর), বাংলাদেশ (৩১ অক্টোবর), নিউ জ়িল্যান্ড (৪ নভেম্বর) এবং ইংল্যান্ডের (১১ নভেম্বর) বিরুদ্ধে। কোনও ম্যাচকেই হাল্কা ভাবে নেওয়ার অবস্থায় নেই পাকিস্তান।