You will be redirected to an external website

PAK vs NED: ভারতের মাটিতে পাকিস্তানের ‘প্রথম’ ম্যাচে সামনে নেদারল্যান্ডস

PAK-vs-NED:-ভারতের-মাটিতে-পাকিস্তানের-‘প্রথম’-ম্যাচে-সামনে-নেদারল্যান্ডস

ভারতের মাটিতে পাকিস্তানের ‘প্রথম’ ম্যাচে সামনে নেদারল্যান্ডস

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি। এ বার ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছেন তিনি। দলের আর এক সদস্য আঘা সলমন ভারতে খেলেছেন। তবে সেটা পাকিস্তানের হয়ে নয়। সেই অর্থে ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম ম্যাচই বলা যায়।

হায়দরাবাদি বিরিয়ানি নিয়ে পাকিস্তান ক্রিকেটাররা প্রশংসায় পঞ্চমুখ। নানা ‘অভিযোগ’ও এসেছে। এত সুস্বাদু বিরিয়ানি খেয়ে নাকি মোটা যাচ্ছেন পাক ক্রিকেটাররা! তাঁদের ফিট রাখতে চিন্তায় রয়েছেন সাপোর্ট স্টাফরা। পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন শাদাব খান এমন কথাই বলেছেন। এশিয়া কাপের আগে আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে ছিল পাকিস্তান। মাঝপথে অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারায় তারা। দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার সিরিজ হারে ফের শীর্ষে উঠেছিল পাকিস্তান।

 শেষ বার ভারতেই ওয়ান ডে বিশ্বকাপ খেলেছিল তারা। পার্থক্যটা হল, এ বার যোগ্যতা অর্জন পর্বে চোখ ধাঁধানো পারফর্ম করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রস্তুতি সারতে অনেক আগেই ভারতে পৌঁছে গিয়েছে। ডাচ টিমে একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারও রয়েছেন। কাগজে কলমে আন্ডারডগ নেদারল্যান্ডস। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Shubman-Gill:-বিশ্বকাপে-ভারতীয়-দলে-খারাপ-খবর!-ডেঙ্গি-আক্রান্ত-শুভমান-গিল Read Next

Shubman Gill: বিশ্বকাপে ভারতীয় দ...