You will be redirected to an external website

Hardik Pandya: IPL এর মাঝে বড় লোকসান, কোটি কোটি টাকার প্রতারণার শিকার পান্ডিয়া ব্রাদার্স

Hardik-Pandya:-IPL-এর-মাঝে-বড়-লোকসান,-কোটি-কোটি-টাকার-প্রতারণার-শিকার-পান্ডিয়া-ব্রাদার্স

কোটি কোটি টাকার প্রতারণার শিকার পান্ডিয়া ব্রাদার্স

পান্ডিয়া ব্রাদার্স বর্তমানে আইপিএলে ব্যস্ত। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে। এই টিমের অধিনায়ক তিনি। বৃহস্পতিবার রাতেই রয়েছে মুম্বইয়ের ম্যাচ। আর ক্রুণাল খেলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। আগামিকাল রয়েছে লখনউয়ের ম্যাচ। বরোদার এই দুই ক্রিকেটার যখন ব্যস্ত কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে, সেই সময় তাঁদের সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, হার্দিক-ক্রুণালের সৎ ভাই বৈভব পান্ডিয়া তাঁদের সঙ্গে প্রায় ৪.৩ কোটি টাকার আর্থিক তছরূপ করেছেন। যার ফলে বড় সড় আর্থিক ক্ষতি হয়েছে হার্দিক এবং ক্রুণালের। ইকোনমিক অফেন্স উইংয়ের পক্ষ থেকে জানা গিয়েছে, হার্দিক ও ক্রুণালের সৎ ভাই বৈভব ২০২১ সালে পলিমার কোম্পানি চালু করেন।

পরবর্তীতে বৈভব একই ব্যবসা করার জন্য এরপর চুক্তি ভেঙে অন্য একটি সংস্থা গড়ে তোলেন। এ বিষয়ে তিনি হার্দিক ও ক্রুণালকে কিছু জানননি। যার ফলে এই তিন ভাইয়ের যে প্রথম কোম্পানি ছিল, তার প্রচুর ক্ষতি হয়। কিন্তু হার্দিক-ক্রুণালের সৎ ভাই বৈভবের লাভ রাতারিত ২০ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশ হয়ে যায়। যার ফলে ক্ষতির মুখে পড়েন ক্রুণাল ও হার্দিক।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

PBKS-vs-MI:-IPL-এ-রোহিতের-মাইলফলক-ম্যাচ,-গব্বরকে-ছাড়াই-নামছে-পঞ্জাব Read Next

PBKS vs MI: IPL-এ রোহিতের মাইলফলক ...