You will be redirected to an external website

PBKS vs MI: IPL-এ রোহিতের মাইলফলক ম্যাচ, গব্বরকে ছাড়াই নামছে পঞ্জাব

PBKS-vs-MI:-IPL-এ-রোহিতের-মাইলফলক-ম্যাচ,-গব্বরকে-ছাড়াই-নামছে-পঞ্জাব

মুল্লানপুরে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স

মুল্লানপুরে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুটো টিমই আজকের ম্যাচে জয়ে ফিরতে চাইবে। শিখর ধাওয়ানকে ছাড়াই আরও একটা ম্যাচ খেলতে নামছে পঞ্জাব কিংস। গত ম্যাচে শিখরের অনুপস্থিতিতে স্যাম কারান পঞ্জাবের ক্যাপ্টেন্সি সামলেছিলেন। কিন্তু রাজস্থানের কাছে সেই ম্যাচ জিততে পারেনি প্রীতির পঞ্জাব। আজও শিখরের অনুপস্থিতিতে স্যাম কারান পঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন। মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতলেন পঞ্জাবের নেতা স্যাম কারান। 

অ্যাওয়ে ম্যাচে টস হেরে মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতে চাইছিলাম। তাই টস হারলেও ঠিক আছে। আমরা আমাদের পারফরম্যান্স বিচার করি না। আইপিএল পরীক্ষা করে। আমরা প্রতিটা ম্যাচ ধরে এগোচ্ছি। নিজেদের ১০০ শতাংশ বরাবর দেওয়ার চেষ্টা করি। আমাদের টিমের সকলের কথা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে দলের লক্ষ্য নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একাদশে কোনও পরিবর্তন নেই।’

আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। এই ম্যাচে হিটম্যানের ব্যাটে সুপারহিট ইনিংস দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। টসের আগে খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-Bangladesh-:-লজ্জার-হার-বাংলাদেশের,-ম্যাচে-টিম-ইন্ডিয়া-৪৪-রানে-জয়লাভ-করে Read Next

India vs Bangladesh : লজ্জার হার বাংল...