You will be redirected to an external website

IPL 2023:অর্ধশতরানের হ্যাটট্রিক রাজস্থানের!সঞ্জুদের দাপটে ২০০ পার রয়্যালসের

IPL-2023:অর্ধশতরানের-হ্যাটট্রিক-রাজস্থানের!সঞ্জুদের-দাপটে-২০০-পার-রয়্যালসের

অর্ধশতরানের হ্যাটট্রিক রাজস্থানের

গত বার যেখানে শেষ করেছিলেন এ বার সেখান থেকেই শুরু করলেন জস বাটলার। আইপিএলে আবার তাঁর বিধ্বংসী রূপ দেখা গেল। শুধু তিনি নয়, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরাও ঝোড়ো ইনিংস খেললেন। দলের তিন ব্যাটারের অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৩ রান করল রাজস্থান।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রাজস্থান। দলের দুই ওপেনার বাটলার ও যশস্বী অবশ্য বেশি সময় নষ্ট করলেন না। প্রথম ওভার থেকেই হাত খুলে মারা শুরু করলেন তাঁরা। দুই ব্যাটারই সমান আক্রমণাত্মক খেলছিলেন। হায়দরাবাদের কোনও বোলারকেই থিতু হতে দিচ্ছিলেন না তাঁরা।

পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় রান করছিলেন রাজস্থানের দুই ব্যাটার। মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান করেন বাটলার। দেখে মনে হচ্ছিল, এ বারও হয়তো শতরান দিয়ে শুরু করবেন তিনি। কিন্তু পাওয়ার প্লে-র শেষ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হন বাটলার। ২২ বলে ৫৪ রান করেন তিনি।

অপর ওপেনার যশস্বীও অর্ধশতরান করেন। তাঁকে সঙ্গে দেন অধিনায়ক সঞ্জু। দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। হায়দরাবাদকে আবার ম্যাচে ফেরান ফারুকি। ৫৪ রানের মাথায় যশস্বীকে আউট করেন তিনি। দেবদত্ত পড়িক্কল রান পাননি। উমরান মালিকের ১৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে করা বলে বোল্ড হন তিনি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:রোহিতদের-বিরুদ্ধে-বিরাট-দাপট,কোহলিদের-সহজ-জয়-মুম্বইয়ের-বিরুদ্ধে Read Next

IPL 2023:রোহিতদের বিরুদ্ধে বি...