You will be redirected to an external website

Richa Ghosh: লর্ডসের মাটিতে এক হাতে বাংলার রিচা ঘোষের দুরন্ত ক্যাচ

Richa-Ghosh:-লর্ডসের-মাটিতে-এক-হাতে-বাংলার-রিচা-ঘোষের-দুরন্ত-ক্যাচ

লর্ডসের মাটিতে এক হাতে বাংলার রিচা ঘোষের দুরন্ত ক্যাচ

কিছু কিছু ক্যাচ ক্রিকেট ইতিহাসে এমন রয়েছে, যা যে কাউকে অবাক করে দেওয়ার মতো। অনেক সময় ভাগ্য সঙ্গ না দিলে কঠিন কঠিন ক্যাচ নেওয়ার পরও কোনও দল ম্যাচ হেরে বসে। তেমনই হল এ বার মেয়েদের দ্য হান্ড্রেডে। এ বারের দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ । আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার গ্লাভস হাতে উড়ে গিয়ে একাধিক ক্যাচ তালুবন্দি করার দৃশ্য অনেকেই দেখেছেন।

বাংলা বরাবরই ভারতীয় ক্রিকেটকে সেরা উইকেট কিপার দিয়েছে। শিলিগুড়ির ঋদ্ধির মতো রিচাও আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন। লর্ডসে নর্দার্ন সুপারচার্জার্সের বিরুদ্ধে লন্ডন স্পিরিটের ম্যাচে তিনি এক হাতে যে ক্যাচ তালুবন্দি করেছেন, তা দেখার পর সকলেই বলা শুরু করেছেন ঋদ্ধির থেকে কোনও অংশে কম যান না রিচা।

 দ্বিতীয় ইনিংসের ৭৯তম বল হতেই দুর্দান্ত ওই ক্যাচ নেন রিচা ঘোষ। সারা গ্লেনের বলে রিচা নর্দার্নের অ্যালিস ডেভিডসন-রিচার্ডসের ক্যাচটি তালুবন্দি করেন। রিভার্স স্কুপের মতো করে কিপারের উপর দিয়ে বল খেলতে গিয়ে বল ব্যাটে লাগার পরে গায়ে লেগে সামনেই ড্রপ করছিল। এমন সময় রিচা স্টাম্পের পিছন থেকে সামনের দিকে শরীর ছুঁড়ে দিয়ে বল ধরে ফেলেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-এশিয়া-কাপের-দল-ঘোষণা-করে-দিল-ভারত,-১৭-জনের-দলে-রয়েছেন-কারা Read Next

Asia Cup 2023: এশিয়া কাপের দল ঘোষ...