আইপিএলে দিল্লির জার্সিতে নতুন ভূমিকায় ঋষভ পন্থ!
এক ক্রীড়া ওয়েবসাইটের সূত্রের খবর, ২০২৪ সালের আইপিএলে দিল্লির হয়েই খেলবেন ঋষভ পন্থ। এ বার আসা যাক অবাক করার মতো খবরে। তা হল, ঋষভ পন্থকে হয়তো আগামী মরসুমে আর দিল্লির অধিনায়ক হিসেবে দেখা যাবে না। বরং অন্য এক ভূমিকা পালন করবেন তিনি। কী সেই ভূমিকা? তিনি ‘ইমপ্যাক্টফুল’। এ বার সেটাই করে দেখাতে চলেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
বাইশ গজে প্রত্যাবর্তনের পথে এগিয়ে চলেছেন ঋষভ পন্থ। সপ্তাহখানেক পর আইপিএল-২০২৪ এর মিনি নিলাম। সেখানে ১০ ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়বে নিজেদের দল গুছিয়ে নেওয়ার জন্য। অবশ্য দিল্লি ক্যাপিটালস রিটেইন করে রেখেছে ঋষভ পন্থকে। এ বার শোনা যাচ্ছে ২০২৪ সালের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন ঋষভ পন্থ।
আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হয়েছিলেন তুষার দেশপান্ডে। ২০২৩ সালের ৩১ মার্চ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে তিনি অম্বাতি রায়ডুর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। ২০২৩ সালের আইপিএলে যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হয়েছিল, তাতে একাদশ ঘোষণার সময় ৫ জন ক্রিকেটারের নাম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দুই দলকে জানাতে হত। ম্যাচের মাঝে একজন ক্রিকেটার একাদশে থাকা কোনও ক্রিকেটারের পরিবর্তে মাঠে নামতে পারেন।