You will be redirected to an external website

Rishabh Pant: অ্যাক্সিডেন্টের পর প্রথম বার সশরীরে ঋষভ পন্থ!

Rishabh-Pant:-অ্যাক্সিডেন্টের-পর-প্রথম-বার-সশরীরে-ঋষভ-পন্থ!

অ্যাক্সিডেন্টের পর প্রথম বার সশরীরে ঋষভ পন্থ

দুর্ঘটনার জেরে দুই হাঁটুতে অস্ত্রোপচারের পর আগের থেকে ঋষভ এখন অনেকটাই সুস্থ। সাহায্য ছাড়াই নিজে নিজে হাঁটছেন। প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা পন্থকে দেখতে তাঁর বাড়িতে যাচ্ছেন। সম্পূর্ণ ভাবে সুস্থ হতে হয়তো গোটা বছরটাই লেগে যাবে তাঁর। এ বারের আইপিএল শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস জানিয়েছিল, ঋষভ সবসময় তাদের দলের অংশ হয়ে থাকবেন। তাই ১৬তম সংস্করণের প্রথম হোম ম্যাচে ঋষভকে স্টেডিয়ামে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ডিডিসিএ এবং দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। মাঠে এলে নিশ্চিতভাবে ভিআইপি বক্সে বসে খেলা দেখবেন। তবে বোর্ডের এমসিএসইউ বিভাগ অনুমতি দিলেন কিছুক্ষণের জন্য ডাগ আউটেও দেখা যেতে পারে ডিসির নিয়মিত অধিনায়ককে।

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাগ আউটে পন্থের ১৭ নম্বর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সশরীরে উপস্থিত না থাকলেও ঋষভ যে দলের সঙ্গে সবসময় রয়েছেন এটা বোঝাতেই ক্যাপিটালস এমন সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনা ছিল দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের। কবে শোনা গিয়েছে, আগামী দিনে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

৩-বছর-পরে-আবার-ইডেনে-খেলতে-নামছে-কলকাতা-নাইট-রাইডার্স,খেলা-নিয়ে-উন্মাদনা-তুঙ্গে Read Next

৩ বছর পরে আবার ইডেনে খেলত...