You will be redirected to an external website

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা

বাংলাদেশকে-উড়িয়ে-এশিয়ান-গেমসে-সোনার-দরজায়-ঋতুরাজরা

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা

বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। ৯৭ রানের টার্গেট সামনে ছিল। ৯.২ ওভারেই ম্যাচ শেষ করে দিল ভারত। আইপিএলে নিয়মিত পারফর্ম করা তরুণ ভারতীয়রা। এশিয়ান গেমসের টিমগুলোর সঙ্গে ফারাক অনেকখানি। পাকিস্তান-আফিগানিস্তান অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে।

জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে স্পিনারই যে বাজিমাত করবে, ভারত নেপালের বিরুদ্ধেই বুঝে গিয়েছিল। ওয়াশিংটন সুন্দরের মতো অভিজ্ঞ স্পিনারকে যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে খেলানো হল। তিনি কার্যকর ভূমিকাও নিলেন। তাঁর সঙ্গে সাই কিশোর, রবি বিষ্ণোই, শাহবাজ আমহেদ, তিলক ভার্মাদের মতো পাঁচ স্পিনারই ১০০ পার করতে দিলেন না বাংলাদেশকে। শুরুটা করেছিলেন কিশোর, ওপেনার মাহমুদুল হাসানকে (৫) ফিরিয়ে। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে সুন্দর দুটো উইকেট নিলেন।

বাংলাদেশ ইনিংসকে ৯৬ পর্যন্ত নিয়ে গেলেন পারভেজ ও জাকির আলি। পারভেজ করেছেন ২৩। জাকির নট আউট ২৪। রিপন হাসানের ১৪ বাদ দিলে কেউই আর দু’অঙ্কে পৌঁছতে পারেননি। ভারত অতিরিক্ত ১৩ না দিলে আরও খারাপ হাল হত। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ মাত্র ১টাই সোনা পেয়েছে। যা এসেছে ক্রিকেট থেকে। গুয়াংঝাউ থেকে ধরলে ক্রিকেটে ৫টা পদক ফলিয়েছে তারা। এ বারই ভারত প্রথম টিম পাঠিয়েছি ক্রিকেটে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরবর্তী প্রজন্মকে থামানো যে কঠিন, সেমিফাইনালে বুঝে গেলেন রিপন, পারভেজরা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

PAK-vs-NED:-ভারতের-মাটিতে-পাকিস্তানের-‘প্রথম’-ম্যাচে-সামনে-নেদারল্যান্ডস Read Next

PAK vs NED: ভারতের মাটিতে পাকিস...