You will be redirected to an external website

১০৭ ওভারে খেল খতম! সব থেকে কম বলে টেস্ট জেতার বিশ্বরেকর্ড করল রোহিতের ভারত

১০৭-ওভারে-খেল-খতম!-সব-থেকে-কম-বলে-টেস্ট-জেতার-বিশ্বরেকর্ড-করল-রোহিতের-ভারত

কম বলে টেস্ট জেতার বিশ্বরেকর্ড করল রোহিতের ভারত

বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল মাত্র দেড় দিনেই। এ দিন চা-বিরতির আগেই লক্ষ্যমাত্রার ৭৯ রান তুলে জিতে যায় ভারত। সেই ম্যাচেই দেখা গেল বিশ্বরেকর্ড। ফয়সালা হয়েছে এমন কোনও ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হল।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়‌ বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।

এর পরে দু’টি অ্যাশেজ়‌ের ম্যাচ রয়েছে। দু’টি ১৮৮৮ সালের। প্রথম ক্ষেত্রে অগস্ট মাসে ইংল্যান্ড জিতেছিল। সেই ম্যাচ ৭৮৮ বল খেলা হয়েছিল। তার ঠিক আগে জুলাই মাসে একটি ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। 

বুধবার টেস্টের প্রথম দিনেই পড়ে গিয়েছিল ২৩টি উইকেট। মহম্মদ সিরাজের ৬ উইকেটের দাপটে ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও ১৫৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকারও তিনটি উইকেট পড়ে যায়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-South-Africa:-৩০-ঘণ্টার-খেলা-শেষ-সাড়ে-৯-ঘণ্টায়,-দেড়-দিনে-৩৩-উইকেট!- Read Next

India vs South Africa: ৩০ ঘণ্টার খেলা শ...