You will be redirected to an external website

World Cup 2023:রবিতে নয়ে নয় করে বুধে বিশ্বকাপের সেমিফাইনালে নামছে রোহিতের ভারত

World-Cup-2023:রবিতে-নয়ে-নয়-করে-বুধে-বিশ্বকাপের-সেমিফাইনালে-নামছে-রোহিতের-ভারত

বুধে বিশ্বকাপের সেমিফাইনালে নামছে রোহিতের ভারত

বেঙ্গালুরুতে সাত ঘণ্টার অনুশীলন সেরে নিল ভারতীয় দল। প্রথমে ৫০ ওভার ব্যাটিং। সেখানে একে একে দলের প্রথম পাঁচ ব্যাটার নামলেন। দু’জন শতরান করলেন। তিন জন অর্ধশতরান। পরে বোলিং অনুশীলন সারলেন রোহিত শর্মারা। দলের ন’জন হাত ঘোরালেন। বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভালই অনুশীলন হল ভারতীয় দলের। নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে রাউন্ড রবিন পর্যায়ে ন’টি ম্যাচের ন’টিতেই জিতল ভারত।

৩০ বলে অর্ধশতরান করেন শুভমন। যদিও পরের বলেই ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। অর্ধশতরান করেন রোহিতও। ৬১ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারত অধিনায়ক। বিরাট শুরুতে একটু সমস্যায় পড়েন। ঠিকমতো ব্যাটে-বলে হচ্ছিল না। কিন্তু হাল ছাড়েননি তিনি। কয়েকটি বল খেলার পরে কোহলির হাত জমে যায়। তার পরেই হাত খুলে খেলা শুরু করেন তিনি। আরও একটি অর্ধশতরান করেন বিরাট। দেখে মনে হচ্ছিল, ৫০তম শতরান করেই মাঠ ছাড়বেন। কিন্তু ৫১ রান করে বোল্ড হয়ে যান কোহলি।

বেঙ্গালুরুতে জ্বলে উঠল ভারতের মিডল অর্ডার। শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুলের মধ্যে ২০০ রানের জুটি হল। চিন্নাস্বামীর ছোট মাঠ কাজে লাগিয়ে বড় শট খেললেন দুই ব্যাটার। আগের দুই ম্যাচে রান করলেও শতরান করতে পারেননি শ্রেয়স। এই ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম শতরান করলেন তিনি। ছক্কা মেরে শতরান করলেন রাহুলও। চলতি বিশ্বকাপে এটি তাঁর প্রথম শতরান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করে ভারত। ১০২ রান করে আউট হন রাহুল। শ্রেয়স ১২৮ রানে অপরাজিত থাকেন। 

শুধু বিরাট নয়, শুভমন, সূর্যকুমারের হাতেও বল তুলে দেন রোহিত। সবাই হাত ঘোরান। যত ম্যাচ গড়াচ্ছিল তত খেলা থেকে দূরে চলে যাচ্ছিল নেদারল্যান্ডস। পার্ট টাইম বোলারদের বিরুদ্ধে কয়েকটি বড় শট মারেন নেদারল্যান্ডসের ব্যাটারেরা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

৫০তম-শতরান-করেন-বিরাট-কোহলি,‘ঈশ্বরের-বরপুত্র’-বিরাট,-আখ্যা-দিলেন-অনুষ্কা Read Next

৫০তম শতরান করেন বিরাট কো...