You will be redirected to an external website

‘দেখুন, বিরাট কী দারুণ ফিট আর রোহিত…’, কী বললেন কপিল?

‘দেখুন,-বিরাট-কী-দারুণ-ফিট-আর-রোহিত…’,-কী-বললেন-কপিল?

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তৃতীয় টেস্টে নামবে ১ মার্চ

বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-০ এগিয়ে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তৃতীয় টেস্টে নামবে ১ মার্চ। এই অস্ট্রেলিয়া দল হিসেবে দুর্বল। প্রাক্তনরা মনে করছেন, রোহিতের ভারত চার টেস্টের সিরিজ ৪-০-তেই জিতবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দাপট নিয়ে সংশয় নেই কপিলের কিন্তু রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে ৮৩-র বিশ্বজয়ী অধিনায়কের মনে।

কপিল বলছেন, ”ফিট হওয়া খুব জরুরি। অধিনায়ক হিসেবে আরও দরকারি ফিট হওয়া। যদি কেউ ফিট না হয়, তাহলে এটা লজ্জার ব্যাপার। রেহিতকে আরও পরিশ্রম করতে হবে ওর ফিটনেস নিয়ে।” ব্যাটার রোহিতকে নিয়ে কপিলের মনে অবশ্য কোনও সন্দেহই নেই। তিনি বলছেন, ”রোহিত দুর্দান্ত ব্যাটার। কিন্তু টিভিতে রোহিতকে দেখে মনে হয় ওর ওজন একটু বেশিই। তবে টিভিতে একজনকে দেখে যেরকম মনে হয়, সামনাসামনি দেখলে অন্যরকম লাগতেই পারে। কিন্তু আমার যেটা মনে হয়, তা হল, একজন দুর্দান্ত ক্রিকেটারের পাশাপাশি রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। কিন্তু ওকে ফিট থাকতে হবে। বিরাট কোহলির দিকে তাকান, দেখলেই মনে হবে ও দারুণ ফিট।”

এবারের বর্ডার-গাভাসকর সিরিজে ভারতের দাপট চলছেই। প্রথম দুটো টেস্টে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি ভারত। অজিদের দুর্বলতা দেখার পরে প্রাক্তনরা বলতে শুরু করে দিয়েছেন, এই অস্ট্রেলিয়া দলে আগ্রাসনটাই দেখা যাচ্ছে না। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ১০ ম্যাচের টেস্ট সিরিজও যদি হয় তাহলেও অস্ট্রেলিয়া ১০-০ হারবে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

আইপিএল-থেকে-ছিটকে-গেলেন-বুমরাহ,-বড়-ধাক্কা-মুম্বই-ইন্ডিয়ান্স-শিবিরে Read Next

আইপিএল থেকে ছিটকে গেলেন ...